বিএনপির নেতাকর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে : জয়নুল আবেদীন

বিএনপির নেতাকর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেছেন, একটা পক্ষ পিআর-টিআর করছে। এই দেশে এখন আর পিআর-টিআর দিয়ে কিছু হবে না। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণসংযোগ ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, ‘একটি দল সব সময় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে। তাই কেউ যেন ষড়যন্ত্রের হাতিয়ার না হন।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে জয়নুল আবেদীন বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই বার্তা পৌঁছে দিতে আমি এসেছি।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। বিএনপি সব সময় ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেছে এবং আগামীতেও তা বজায় রাখবে।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের দোরগোড়ায় আসব, ইনশাআল্লাহ। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারলে মন্ত্রী হতে পারব কি না জানি না।

তবে নির্বাচনী এলাকা বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব। এটা আমার অঙ্গীকার।’

এ সময় তিনি উপজেলার প্রতিটি মণ্ডপে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, দুলাল চন্দ্র সাহা, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, বাবুগঞ্জ যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্যসচিব ইয়াসির আরাফাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *