একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে, পরদিন সকালেই মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছরের এক বৃদ্ধ বিয়ের পরদিন সকালেই মারা গেছেন। মূলত একাকিত্ব দূর করতে ৩৫ বছরের এক নারীকে বিয়ে করেছিলেন তিনি।

কিন্তু ভোরের দিকে অসুস্থ হয়ে পড়ার পর সকালেই মারা যান ওই বৃদ্ধ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজ্যটির জৌনপুর জেলার কুচমুচ গ্রামে। বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মৃত ব্যক্তির নাম সাংগ্রুরাম। এক বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান। কোনো সন্তান ছিল না, একাই দিন কাটছিল তার। জীবিকা নির্বাহ করতেন কৃষিকাজ করে। নিঃসঙ্গ জীবনে সঙ্গী পাওয়ার আশায় পরিবারের আপত্তি উপেক্ষা করেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।

গত সোমবার তিনি জালালপুর এলাকার মানভাবতী নামে এক নারীর সঙ্গে বিয়ে করেন। আদালতে রেজিস্ট্রির পর স্থানীয় মন্দিরে সম্পন্ন হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। মানভাবতী বলেন, সাংগ্রুরাম তাকে আশ্বস্ত করেছিলেন সংসারের দায়িত্ব নিতে, আর তিনি সন্তানের যত্ন নেবেন।

বিয়ের রাতের বেশিরভাগ সময় দু’জন কথোপকথনেই কাটান। কিন্তু ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংগ্রুরাম। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হঠাৎ এই মৃত্যু গ্রামে নানা জল্পনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, এটি স্বাভাবিক ঘটনা, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন। সাংগ্রুরামের ভাতিজারা দিল্লিতে থাকেন এবং তারা অন্ত্যেষ্টিক্রিয়া আপাতত বন্ধ রেখেছেন।

তাদের উপস্থিতি ছাড়া দাহ সম্পন্ন হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *