পলাতক জেলা যুবলীগ নেতা মনাফ শিকদার ঢাকার মোহাম্মদপুরে গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের পশ্চিম ধানমন্ডি হাউজিং এলাকায় বসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ অভিযান থেকে কক্সবাজার জেলা যুবলীগের আহ্বায়ক মনাফ শিকদার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

বসিলা সেনা ক্যাম্প গোয়েন্দা সূত্রে জানতে পারে, সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে পলাতক কিছু যুবলীগ ও ছাত্রলীগ নেতা ঢাকায় অবস্থান নিয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে একটি সেনা টহল দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে মনাফ শিকদারকে গ্রেপ্তার করে।

সূত্র জানায়, মনাফ শিকদারের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ৪টি ছাত্র হত্যার মামলা ও ৭টি অন্যান্য মামলা রয়েছে। এছাড়া, তিনি সম্প্রতি ঢাকায় বিভিন্ন সরকারবিরোধী মিছিল ও বিক্ষোভে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম ও নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া যায়৷ উক্ত তথ্যগুলো যাচাই-বাছাই করে আমরা পরবর্তী অভিযানের পরিকল্পনা করব।”

(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/এসএস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *